নিলাম শেষে নতুন চমক রাজশাহী ওয়ারিয়র্সের
নতুন মালিকানায় বিপিএলে এসেছে রাজশাহী। এবারের বিপিএলে ওয়ারিয়র্সদের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন হান্নান সরকার। বিপিএল নিলামে দূরদর্শী দল গঠন করে ইতোমধ্যে প্রশংসায় ভাসছেন তিনি। এবার নতুন চমক নিয়ে হাজির হলেন তিনি।
বিপিএলের নিলাম শেষে আরও দুজন বিদেশি ক্রিকেটারকের দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আজ সোমবার (১ ডিসেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
নিলাম শেষে আরও এক পাকিস্তানি ও শ্রীলঙ্কান ক্রিকেটারকে দলে টেনেছে রাজশাহী ওয়ারিয়র্স। সরাসরি চুক্তিতে লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো আর পাকিস্তানি অলরাউন্ডার হোসাইন তালাতকে দলে ভিড়িয়েছে রাজশাহী।
এর আগে আরও দুইজন বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল রাজশাহী। পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান আর অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে নিয়েছিল ওয়ারিয়র্সরা।
দেশি ক্রিকেটারদের মধ্যে সরাসরি চুক্তিতে রাজশাহী দলে ভিড়িয়েছিল টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গী ওপেনার তানজিদ হাসান তামিম।
রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াড
সরাসরি চুক্তি : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, শাহিবজাদা ফারহান (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)।
নিলাম থেকে দেশি : মুশফিকুর রহিম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, আব্দুল গাফ্ফার সাকলাইন, মেহরাব হোসেন, হাসান মুরাদ, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, শাকির এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল।
নিলাম থেকে বিদেশি : জাহানদাদ খান (পাকিস্তান) ও দাসুন হেমন্থা (শ্রীলঙ্কা)।

স্পোর্টস ডেস্ক