বেলিংহ্যামের গোলে হার এড়িয়ে শীর্ষে রিয়াল
লা লিগায় এলচের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হল রিযাল মাদ্রিদকে। ঘরের মাঠে এলচে দুবার লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছিল। কিন্তু রিয়াল মাদ্রিদও সহজে হার মানার দল নয়, জুড বেলিংহামের শেষ মুহূর্তের গোল তাদের রক্ষা করল। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও গোল শোধ করে শেষ পর্যন্ত ড্র নিয়ে ফিরেছে রিয়াল। জয় না পেলেও পয়েন্ট ভাগাভাগি করেই লিগ টেবিলের শীর্ষে ফিরেছে শাবি আলোনসোর দল।
গতকাল রোববার (২৩ নভেম্বর) লা লিগায় এলচের মাঠে গোল–পাল্টা গোলের ম্যাচে শেষ পর্যন্ত ২–২ গোলের ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ভিনিসিয়াস-এমবাপ্পেরা।
এদিন ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশকিছু সুযোগ নষ্ট করে। কিন্তু দ্বিতীয়ার্ধে হঠাৎ করেই জমে ওঠে খেলা। ৫৩ মিনিটে অ্যালেক্স ফেবাসের গোল এলচেকে এগিয়ে দেয়। এরপর ৭৮ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে ডিন হুইসেন সমতায় ফেরান রিয়ালকে।
কিন্তু ঘরের মাঠে এলচেও এরপর থেমে থাকেনি। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে আলভারো রদ্রিগেসের জোরাল শটে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ২০১৩ সালের পর রিয়ালকে হারানোর দারুণ সুযোগ তৈরি হয়েছিল তাদের সামনে।
তবে ৮৭ মিনিটে এসে খেলায় ফেরে রিয়াল। জুড বেলিংহ্যামের শট গোলরক্ষক প্রথমে ঠেকিয়ে দিলে বল ফিরে আসে এমবাপ্পের কাছে। এরপর তার কাটব্যাক থেকেই দ্বিতীয় প্রচেষ্টায় গোল করেন বেলিংহ্যাম।
ম্যাচের শেষ মুহূর্তে, যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে এমবাপ্পেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এলচে ডিফেন্ডার ভিক্তর চাস্ট। এলচে পরিণত হয় ১০ জনের দলে। কিন্তু সময় না থাকায় রিয়াল মাদ্রিদও সেই সুযোগটা আর কাজে লাগাতে পারেনি।
১৩ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক