আইপিএলের দলবদলে বড় চমক
আইপিএল ২০২৬ এর নিলাম এখনও অনুষ্ঠিত হয়নি। এর আগেই অবশ্য শুরু হয়েছে দলবদল। ট্রেডিং উইন্ডোতে আইপিএল ইতিহাসের অন্যতম বড় চুক্তি সম্পন্ন হয়েছে। দুই ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে হওয়া ট্রেডে দেখা গেছে চমক।
রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন যোগ দিয়েছেন চেন্নাইয়ে। অন্যদিকে, স্যামসনের পরিবর্তে চেন্নাই থেকে রাজস্থানে গিয়েছেন রবীন্দ্র জাদেজা ও স্যাম কারান। আইপিএল কর্তৃপক্ষের বরাতে আজ শনিবার (১৫ নভেম্বর) এই ট্রেড নিশ্চিত করেছে ইএসপিএনক্রিকইনফো।
সঞ্জু স্যামসন গত মৌসুম পর্যন্ত রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছিলেন এবং ১৮ কোটি টাকায় তাকে রিটেইন করা হয়েছিল। একই মূল্যে চেন্নাই জাদেজাকে ধরে রাখলেও, তাকে ১৪ কোটি টাকায় রাজস্থানের কাছে ট্রেড করা হয়েছে। স্যাম কারানকে ২.৪ কোটি টাকায় কেনা হয়েছিল এবং তার ফি অপরিবর্তিত আছে। স্যামসনও তার ১৮ কোটির বিনিময়েই চেন্নাইয়ে যাচ্ছেন।
রাজস্থান রয়্যালসে ফেরা প্রসঙ্গে রবীন্দ্র জাদেজা আবেগপ্রবণ হয়ে বলেন, ‘রাজস্থান রয়্যালস আমাকে আমার প্রথম প্ল্যাটফর্ম এবং প্রথম জয়ের স্বাদ দিয়েছিল। ফিরে আসাটা বিশেষ অনুভূতির। এটা শুধু একটা দল নয়, এটা আমার ঘর। রাজস্থান রয়্যালসের সঙ্গেই আমি আমার প্রথম আইপিএল জিতেছিলাম এবং আমি আশা করি এই বর্তমান খেলোয়াড়দের নিয়ে আরও অনেক শিরোপা জিতব।’
জাদেজা ২০০৮ সালে উদ্বোধনী মরশুমে রাজস্থানের হয়েই তাঁর আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ১২ বছর ছিলেনে চেন্নাইতে। হয়ে ওঠেন ঘরের ছেলে।
অন্যদিকে, ১১ বছর রাজস্থানে কাটানোর পর সঞ্জু স্যামসন নিজেই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। স্যামসনকে দলে স্বাগত জানিয়ে চে্ন্নাইয়ের ম্যানেজিং ডিরেক্টর কাসি বিশ্বনাথন বলেন, ‘স্যামসনের দক্ষতা এবং সাফল্য আমাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণে সহায়ক হবে। জাদেজা ও কারানের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অন্যান্য ট্রেডগুলির মধ্যে রয়েছে, সানরাইজার্স হায়দরাবাদ থেকে পেসার মোহম্মদ শামি তার ১০ কোটি টাকার চুক্তিতে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন। কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক নিতিশ রানা ৪.২ কোটি টাকায় রাজস্থান রয়্যালস থেকে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক