ন্যু ক্যাম্পে মেসির ভাস্কর্য, যা বলছেন বার্সা সভাপতি
লিওনেল মেসিকে চিরস্মরণীয় করে রাখতে ক্যাম্প ন্যুর বাইরে তার একটি ভাস্কর্য স্থাপন করা হবে। বর্তমানে স্টেডিয়ামটির সংস্কার কাজ চলছে। এই কাজ শেষ হলেই ক্লাব তাদের আইকনিক তারকার মূর্তি নির্মাণের দিকে নজর দেবে। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা নিশ্চিত করেছেন বিষয়টি। খবর গোল ডটকমের।
ভাস্কর্যের নকশা তৈরির আগে মেসির পরিবারের সঙ্গে আলোচনা করা হবে। এই বিষয়ে বার্সা সভাপতি লাপোর্তা বলেন, ‘অদূর ভবিষ্যতে মেসির ক্লাব জীবনের স্মৃতিচারণ করে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সকল বার্সা সমর্থক ক্যাম্প ন্যুতে মেসির একটি মূর্তি দেখতে চায়। আমরা এটি নিয়ে কাজ করছি এবং নকশা প্রস্তুত হওয়ার পর আমরা তার পরিবারের সঙ্গে কথা বলব।’
ফুটবলপ্রেমীদের কাছে লাপোর্তার এই ঘোষণা খুব একটা অবাক করার মতো নয়। মেসি ১৩ বছর বয়সে কাতালুনিয়ায় যোগ দিয়েছিলেন মেসি। তার পরের গল্প প্রায় সবার জানা। বার্সার ইতিহাস নতুন করে লিখেছেন তিনি। হয়ে উঠেছেন সমকালের সবার সেরা। ২১ বছরের দীর্ঘ যাত্রায় বার্সাকে মেসি দিয়েছেন সবটুকু উজাড় করে।
সম্প্রতি মেসি হঠাৎ করে সংস্কারকৃত ক্যাম্প ন্যু পরিদর্শনে গিয়েছিলেন। স্প্যানিশ আউটলেট স্পোর্টকে মেসি বলেন, ‘আমি সত্যিই সেখানে ফিরে যেতে চাই। বার্সেলোনাকে আমরা খুব মিস করি। আমার স্ত্রী, আমি ও বাচ্চারা প্রতিনিয়ত বার্সেলোনা এবং সেখানে ফিরে যাওয়ার কথা বলি। আমাদের ঘর সেখানে, সবকিছুই আছে।’
এর আগে বার্সেলোনা সভাপতি নিশ্চিত করেছিলেন যে, ন্যু ক্যাম্প পুনরায় চালু হওয়ার পর মেসির সম্মানে একটি বিশেষ অনুষ্ঠান হবে।

স্পোর্টস ডেস্ক