হকিতে বাংলাদেশের দুর্দান্ত জয়
আগামী বছরের জুনিয়র এশিয়া কাপ ও জুনিয়র বিশ্বকাপ বাছাই সামনে রেখে ওমান অনুর্ধ্ব-২১ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিরিজের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে ৫-১ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশের হয়ে গোল করেছেন আশরাফুল ইসলাম, আরশাদ হোসেন, সোহানুর রহমান সুবজ, নাইমুদ্দিন ও মাহাবুব হোসেন।
ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম গোল করেন আশরাফুল। চার মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন আরশাদ। পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন সোহানুর। ৩৩তম মিনিটে চতুর্থ গোলটি আসে নাইমুদ্দিনের থেকে। আর শেষের দিকে মাহাবুব হোসেন করেন সর্বশেষ গোল। মাঝে ৩৫তম মিনিটে অতিথি দলের ব্যবধান কমান আল ফাজারি।
পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে এমন জয়ে দারুণ খুশি কোচ মামুনুর। ম্যাচ শেষে বললেন, ‘ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। আমরা আরো ভালো খেলতে পারতাম। সেটা হয়নি; কারণ প্রথম ম্যাচ ছিল বলে ওদের মধ্যে একটু জড়তা ছিল। আশা করি, পরের ম্যাচগুলোতে সবকিছু ঠিকঠাক হবে।’

স্পোর্টস ডেস্ক