ফেলপস-স্পিৎজদের মনে করিয়ে দিলেন ম্যাককিওন
টোকিও অলিম্পিকে একের পর এক সাফল্যের হাসি হাসছেন এমা ম্যাকমিওন। পরপর স্বর্ণজয়ের পর এবার ৫০ মিটার ফ্রি-স্টাইলে রেকর্ড টাইমিং করে স্বর্ণ জিতলেন ম্যাককিওন। ১০০ মিটার ফ্রি-স্টাইলেও দলগতভাবে স্বর্ণ জিতলেন অসি তারকা।
এর মাধ্যমে কিংবদন্তি ফেলপস-স্পিৎজদের কথা মনে করিয়ে দিলেন ম্যাককিওন। প্রথম নারী সাঁতারু হিসেবে এক আসরে রেকর্ড সাতটি পদক জিতে ফেলপস-স্পিৎজদের স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার এই সাঁতারু।
মোট সাতটি পদক নিয়ে টোকিও অলিম্পিক শেষ করলেন ম্যাককিওন। এর মধ্যে দুটি হলো ব্যক্তিগত স্বর্ণ, দুটি দলীয় স্বর্ণ। আর, একটি ব্যক্তিগত ব্রোঞ্জ পেয়েছেন, দুটি দলীয় ব্রোঞ্জ পেয়েছেন। এর আগে এক আসরে সাতটি পদক জেতা সাঁতারু হলেন মাইকেল ফেলপস, মার্ক স্পিৎজ ও ম্যাট বিওনডি। এবার এই কিংবদন্তিদের স্পর্শ করলেন ম্যাককিওন।
আজ রোববার টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ৫০ মিটার ফ্রিস্টাইলে ২৩ দশমিক ৮১ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়ে প্রথম হয়েছেন ম্যাককিওন।
এই ইভেন্টের ২৪ দশমিক ০৭ সেকেন্ড টাইমিং করে রুপা জিতেছেন বিশ্বরেকর্ডধারী সুইডেনের সারাহ হোস্ত্রম। আর ২৪ দশমিক ২১ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ জিতেছেন ডেনমার্কের পারনিল ব্লুম।
এ ছাড়া মেয়েদের ১০০ মিটার মিডলে রিলেতে ৩ মিনিট ৫১ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। যেখানে দলের হয়েও স্বর্ণ জিতলেন ম্যাককিওন। এই ইভেন্টে ৩ মিনিট ৫১ দশমিক ৭৩ সেকেন্ড নিয়ে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র। ব্রোঞ্জ জতেছে কানাডা।

স্পোর্টস ডেস্ক