উত্থানের ৪০ মিনিটে লেনদেন ৭৫ কোটি টাকা
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শুরুর প্রথম ৪০ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৪০ মিনিটে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুর প্রথম ১৭ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ১৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সেই উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ৯ দশমিক ৩১ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার দুই দশমিক শূন্য এক পয়েন্টে। এসময় ডিএস৩০ সূচক তিন দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৬ দশমিক ৯৫ পয়েন্টে। আর ডিএসইএস সূচক দুই দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১ দশমিক ৯৫ পয়েন্টে। এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৬টির, কমেছে ৭০টির ও অপরিবর্তিত রয়েছে ৯৮টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের পাঁচ কোটি ৪৬ লাখ টাকার মেয়ার। এছাড়া, লাভেলো আইসক্রিমের চার কোটি ২১ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের দুই কোটি ৮৭ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের দুই কোটি ৮০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের দুই কোটি ৭৭ লাখ টাকা, রহিমটেক্সের দুই কোটি ২৮ লাখ টাকা, মুন্নু সিরামিকের দুই কোটি ২১ লাখ টাকা, ডাচ্ বাংলা ব্যাংকের দুই কোটি পাঁচ লাখ টাকা, রহিমা ফুডের এক কোটি ৭৪ লাখ টাকা এবং স্কয়ার ফার্মার এক কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক