ডিএসইতে ৭৫ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে শেষ হয়েছে আজ সোমবারের (১৫ ডিসেম্বর) লেনদেন। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৩ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৭৫ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। গতকাল রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে তিন হাজার ১৮ কোটি টাকা। লেনদেন কমে ৪১৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।
আজ লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১২ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে ফিরে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ৪২ দশমিক ৯১ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৮৯০ দশমিক শূন্য চার পয়েন্টে। ডিএসইএস সূচক ১১ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬ দশমিক শূন্য ৩৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৭ দশমিক ১৮ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৪১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮০ হাজার ৫৭৫ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৮৩ হাজার ৫৯৩ কোটি ৪৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ২৯২টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিমটেক্সের শেয়ার। কোম্পানিটির ১১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সায়হাম কর্টনের ১০ কোটি ৭৪ লাখ টাকা, ফাইন ফুডসের ১০ কোটি ৪৮ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের ১০ কোটি ২৮ লাখ টাকা, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯ কোটি ৯৬ লাখ টাকা এবং রহিমা ফুডের ৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এএফসি এ্যাগ্রোর শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক শূন্য আট শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক