ঋণমান প্রকাশ করল রেকিট বেনকাইজার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রেকিট বেনকাইজার (বাংলাদেশ) পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) কোম্পানিটির ঋণমান নিরুপণ (ক্রেডিট রেটিং) করেছে।
গত বছরের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের প্রথম দুই প্রান্তিকের (জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এই মান নিরুপণ করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রের তথ্য অনুসারে, স্বল্প মেয়াদে রেকিট বেনকাইজারের ঋণমান এসটি-১। আর দীর্ঘ মেয়াদে ঋণমান হচ্ছে-এএএ। রেটিংয়ের এই মান কোম্পানিটির মজবুত আর্থিক ভিত্তি ও দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার আভাস দিচ্ছে।
গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) আলোচিত রেটিং কার্যকর হয়েছে, যা আগামী বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে।
উল্লেখ করা যেতে পারে, রেকিট বেনকাইজার ১৯৮৭ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪ কোটি ৭২ লাখ টাকা, শেয়ার সংখ্যা ৪৭ লাখ ২৫ হাজার। কোম্পানিটির মোট শেয়ারের ৮২ দশমিক ৯৬ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৬ দশমিক ৩২ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩ দশমিক ৭৭ শতাংশ শেয়ার।