৮ মাসেই কোরআনে হাফেজ সাত বছরের শিশু মিজানুর
মাত্র ৭ বছর বয়সে অবিশ্বাস্য এক সাফল্য দেখিয়েছে শিশু মিজানুর রহমান। হবিগঞ্জ সদর উপজেলার এই শিশুটি মাত্র ৮ মাস ১৫ দিনে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। এতো অল্প সময়ে ৩০ পারা কোরআন হিফজ সম্পন্ন করায় তার পরিবার, শিক্ষক এবং স্থানীয়দের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
হাফেজ মিজানুর রহমান হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার জিল্লুর রহমানের ছেলে। সে শহরস্থ তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেছে। বিশেষ বিষয় হলো, কায়দা শিক্ষা থেকে শুরু করে ৩০ পারা কোরআন মুখস্থ করা পর্যন্ত পুরো শিক্ষাটিই সে এই মাদ্রাসা থেকে গ্রহণ করেছে।
মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ কারী মাহমুদ আল হাসান বলেন, মিজানুর রহমান অত্যন্ত মেধাবী একজন ছাত্র। সে মাত্র ৮ মাস ১৫ দিনে পবিত্র কোরআন মুখস্থ সম্পন্ন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের প্রতিষ্ঠানে গত কয়েক বছর ধরেই মেধাবী ছাত্রদের মাধ্যমে সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু হাফেজ মিজানুর রহমানের এই বিশেষ অর্জনকে স্মরণীয় করে রাখতে এবং তাকে উৎসাহিত করতে আগামী ২ ফেব্রুয়ারি এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ