খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওমরাহ পালন
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ওমরাহ পালন করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনগত রাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিবের নেতৃত্বে মক্কার কাবা ঘরে ওমরাহ পালন করা হয়।
এ সময় সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, মক্কা প্রাদেশিক বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য টিপু সুলতান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মক্কা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল খান, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য আমিন তালুকদার, সদস্য আবদুল বারেক খান, সদস্য মইনউদ্দিন ও সদস্য দিদারুল ইসলাম সিকদার উপস্থিত ছিলেন।
সৌদি আরবের বিভিন্ন প্রদেশ থেকে আসা শত শত বিএনপির নেতাকর্মীও ওমরাহ পালনে অংশ নেন। ওমরাহ পালন শেষে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

কামাল পারভেজ অভি, মক্কা