২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

সৌদি আরবে ২০২৬ সালের পবিত্র রমজান মাস ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হতে পারে এবং ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর হতে পারে বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। খবর আল আরাবিয়া ইংলিশের।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সালের রমজানের চাঁদ দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। তবে, ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরেই চাঁদ অদৃশ্য হয়ে যাবে। ফলে খালি চোখে সন্ধ্যায় চাঁদ দেখা অসম্ভব হবে। এই হিসাবের ভিত্তিতে, ১৯ ফেব্রুয়ারিকেই রমজানের প্রথম দিন বলে ধরে নেওয়া হচ্ছে।
আল-জারওয়ান বলেছেন, ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) হবে রমজানের প্রথম দিন এবং ২০ মার্চ (শুক্রবার) হবে শাওয়ালের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর।
রমজান মাসের সঠিক তারিখ নিশ্চিত করার জন্য সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখার পর চূড়ান্ত ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী চাঁদের চলাচলের ওপর ভিত্তি করে রমজান ও অন্যান্য চন্দ্র মাস শুরু হয়। ২০২৬ সালের রমজানে বিশ্বজুড়ে রোজার সময়কাল বিভিন্ন হবে।

সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতসহ অনেক আরব দেশে মাসের প্রথম দিকে রোজা প্রায় ১২ ঘণ্টা স্থায়ী হবে।
পবিত্র মাসের শেষের দিকে রোজার সময় ধীরে ধীরে বেড়ে প্রায় ১৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে।