পবিত্র শবে মেরাজ ৪ মে
আগামী ৪ মে বুধবার দিবাগত রাতে দেশে পবিত্র শবে মেরাজ পালন করা হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (আজ) থেকে ১৪৩৭ হিজরির রজব মাস শুরু হবে।
সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী। এতে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
শবে মেরাজ উপলক্ষে বাংলাদেশের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনলাইন ডেস্ক