ঢাকা ওয়াসায় চাকরির সুযোগ
ঢাকা ওয়াসা ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ফাইন্যান্স) পদে একটি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে চুক্তিভিত্তিক তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
এমকম, এমবিএ অথবা সমমান ডিগ্রিধারী আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজন হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যোগ্য মুক্তিযোদ্ধার সন্তান/ পোষ্য প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদন প্রক্রিয়া
আবেদনপত্রের সঙ্গে সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, দুই কপি পাসপোর্ট আকৃতির ছবি, কম্পিউটার শিক্ষার সনদপত্র ও ঢাকা ওয়াসার পক্ষে এক হাজার টাকার পে-অর্ডার সংযুক্ত করে পাঠাতে হবে : ওয়াসা বোর্ড, ওয়াসা ভবন, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার সি/এ, ঢাকা-১২১৫ ঠিকানায়। আবেদন করা যাবে ১৫ নভেম্বর, ২০১৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
ঢাকা ওয়াসার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :



চাকরি চাই ডেস্ক