৪৯ জন নিয়োগ দেবে ধান গবেষণা ইনস্টিটিউট, আবেদন শেষ কাল
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) রাজস্ব বাজেটভুক্ত ২৭ ক্যাটাগরির পদে ৪৯ জন জনবল নিয়োগে আবেদন চলছে। আবেদন শেষ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পর্যন্ত।
পদের নাম
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (স্থায়ী), সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অস্থায়ী), ডেটা অ্যানালিস্ট, ট্রান্সপোর্ট সুপারভাইজার, এসএ (ফিল্ডম্যান), অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, ইউডি কাম অ্যাকাউন্ট্যান্ট, অডিটর, ইউডিএ কাম ক্যাশিয়ার, স্টেনো টাইপিস্ট (সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর), অ্যাগ্রোমেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বেঞ্চ মেকানিক (ওয়ার্কশপ), ড্রাইভার, বিল ক্লার্ক, ট্রাক্টর ড্রাইভার, প্লাম্বার, পাম্প অপারেটর, অ্যাসিস্ট্যান্ট কুক, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, দপ্তরি, এমএলএসএস (অফিস সহায়ক), ওয়ার্কশপ অ্যাটেনডেন্ট, ইলেকট্রিক অ্যাটেনডেন্ট, গার্ড কাম কুক, সিকিউরিটি গার্ড (নিরাপত্তা প্রহরী), ক্যাটল কিপার, সুইপার (পরিচ্ছন্নতাকর্মী)
নির্দেশনা ও শর্তগুলো
– অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
– সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।
–লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদন ফি
১০ম গ্রেডের জন্য ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ); ১১ ও ১২তম গ্রেডের জন্য ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ); ১৩ থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ); ১৭ থেকে ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
*ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
বয়সসীমা (সকল পদের ক্ষেত্রে)
৩০ অক্টোবর ২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া
এই ওয়েবসাইটে এর আবেদন করতে হবে।
আবেদন শেষ
৩০ অক্টোবর, ২০২৫।

চাকরি চাই ডেস্ক