ডাকসু নির্বাচন, কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল
বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশে প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪০ হাজার শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবার গণনা শেষে ফলাফল ঘোষণার অপেক্ষায় সবাই।
দেশজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ নির্বাচন। জাতীয় নির্বাচনের পূর্বে এ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিভিন্ন হিসাবনিকাশ ও বিচার-বিশ্লেষণ। সকাল থেকে বিকেলে পর্যন্ত গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভোট পড়েছে বিজয় একাত্তর হলে ৮৩ শতাংশ, জগন্নাথ হলে ৮৩ শতাংশ, মুহসীন হলে ৮৩.৫ শতাংশ, কার্জন হলে ৮০ শতাংশ, সার্জেন্ট জহুরুল হক হলে ৮৪.৪৬ শতাংশ, স্যার সলিমুল্লাহ মুসলিম হলে ৮২.৮৩ শতাংশ, সূর্যসেন হলে ৮৭.৮৫ শতাংশ, জসিমউদ্দীন হলে ৭৮ শতাংশ, জিয়া হলে ৭৫ শতাংশ, শেখ মুজিব হলে ৮৬.৫৭ শতাংশ, উদয়ন স্কুলে ৮৫ শতাংশ, টিএসসিতে ৬৯ শতাংশ ও ল্যাবরেটরি স্কুলে ৬৩.২৫ শতাংশ।
এবারের ডাকসু নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় ৪০ হাজার। ভোটাররা আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট প্রদান করেন। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন এক হাজার ৩৫ জন।

নিজস্ব প্রতিবেদক