নকল ঠেকাতে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কঠোর নজরদারি
 
এসএসসি পরীক্ষায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিজেই মাঠে নেমেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. ইউনুস আলী সিদ্দিকি। বিভাগের বিভিন্ন জেলায় পরীক্ষা চলাকালে তিনি সরেজমিন পরিদর্শন করছেন, মনিটরিং করছেন। এছাড়া কেন্দ্রভিত্তিক কার্যক্রম এবং অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থাও নিচ্ছেন।
সম্প্রতি বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুর ও উজিরপুর কেন্দ্রসহ একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. ইউনুস আলী সিদ্দিকি।
স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলের মতে, বোর্ড চেয়ারম্যানের নেতৃত্বে এবারের পরীক্ষা হচ্ছে অনেক বেশি সুশৃঙ্খল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজা জানান, চেয়ারম্যান অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল। তিনি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. ইউনুস আলী সিদ্দিকি জানান, ইতোমধ্যে কয়েকজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে শাস্তি দেওয়া হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতেও একইভাবে ভিজিল্যান্স টিম মোতায়েন থাকবে।
উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 
                   কমল পূলক, বরিশাল (উজিরপুর)
                                                  কমল পূলক, বরিশাল (উজিরপুর)
               
 
 
 
