‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে ব্যাংকের সিএসআরের টাকা ব্যয়ের নির্দেশ
দেশের জাতীয় সংসদ নির্বাচনের আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে অর্থ অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
দেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। এদিন নির্বাচনসহ জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। জনগণ যেন গণভোটের বিষয়টি ভালোভাবে বুঝতে পারে এবং ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ হয়, সেজন্য প্রতিটি ব্যাংকগুলোকে দুটি করে ব্যানার টাঙানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন চার ডেপুটি গভর্নরসহ দেশের সব বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা। সেখানে দেশের আর্থিক খাতের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নগদ লেনদেনে সতর্কতাসহ বিভিন্ন পরামর্শ দেন গভর্নর।
সভার আলোচনা প্রসঙ্গে ব্যাংকটির এক কর্মকর্তা জানান, আসন্ন গণভোটে জনগণ যাতে বিষয়টি ভালোভাবে বুঝতে পারে এবং ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ হয়, সে লক্ষ্যে প্রতিটি ব্যাংকের শাখাগুলোতে দুটি করে ব্যানার টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশ ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা হয়েছে। এরই ধারায় এনজিওগুলো যদি গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে, তাহলে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক