রানার ট্রেড পার্ক বাংলাদেশে টিভিএস শ্রীচক্রের একমাত্র ডিস্ট্রিবিউটর
বাংলাদেশের অটোমোবাইল ও টায়ার শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বিশ্ববিখ্যাত টায়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিভিএস শ্রীচক্র লিমিটেড বাংলাদেশের বাজারে তাদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে রানার ট্রেড পার্ক লিমিটেডকে একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়োগ দিয়েছে।
সম্প্রতি রানার গ্রুপের হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই ডিস্ট্রিবিউশন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে এখন থেকে টিভিএস শ্রীচক্র লিমিটেডের উন্নতমানের 'ইউরোগ্রিপ' টায়ার রানার ট্রেড পার্ক লিমিটেডের মাধ্যমে সরাসরি দেশের সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছে যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রানার ট্রেড পার্ক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রূদাবা তাজিন এবং টিভিএস শ্রীচক্র লিমিটেডের পক্ষে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাহাদাত হাসান শিমুল স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উভয় পক্ষের কর্মকর্তারা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ ও বাজার উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। চুক্তির মূল লক্ষ্যগুলো হলো:
আন্তর্জাতিক মান: বাংলাদেশের গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন টায়ার সহজলভ্য করা।
যৌথ সম্প্রসারণ: আগামী দিনে বড় পরিসরে যৌথভাবে ব্যবসা বিস্তার।
শিল্প উন্নয়ন: দেশের অটোমোবাইল ও টায়ার শিল্পে গুণগত পরিবর্তন আনা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই অংশীদারিত্ব বাংলাদেশের পরিবহন খাতে গুণগত মান নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

এনটিভি অনলাইন ডেস্ক