যে কারণে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারণী বৈঠকের আগেই বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) ফেডের সুদহার কমতে পারে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় এবং ডলার দুর্বল থাকায় এ দাম বেড়েছে। খবর রয়টার্সের।
স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫১ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪২০৯.৪৩ ডলার হয়। তবে ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ০.১ শতাংশ কমে ৪২৩৯.৪০ ডলার দাঁড়িয়েছে।
ডলার সূচক (ডিএক্সওয়াই) সামান্য কমে এক মাসের সর্বনিম্নের কাছাকাছি অবস্থান করছে। ফলে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণের বিদেশি ক্রেতাদের কাছে তুলনামূলকভাবে সস্তা হয়ে উঠেছে।
ইউবিএস–এর বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, দুর্বল মার্কিন ডলার এবং এই সপ্তাহে ফেড সুদহার কমাতে পারে—এমন প্রত্যাশা থেকেই স্বর্ণের দাম বাড়ছে।
গত সপ্তাহে প্রকাশিত তথ্যে দেখা যায়, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ভোক্তা ব্যয় মাঝারি হারে বেড়েছে। একই সঙ্গে বাড়তি খরচের চাপ এবং শ্রমবাজারের দুর্বলতার কারণে অর্থনৈতিক গতি মন্থর হচ্ছে। বিশেষ করে নভেম্বরে বেসরকারি খাতে চাকরি সৃষ্টির হার দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, আগামী ৯–১০ ডিসেম্বর ফেডের নীতিনির্ধারণী বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমানোর সম্ভাবনা ৮৭ শতাংশ হিসেবে বিবেচনা করছে বাজার। দুর্বল অর্থনৈতিক তথ্য ও ফেড কর্মকর্তাদের নরম (ডোভিশ) মন্তব্য এই প্রত্যাশা বাড়িয়েছে।
সাধারণত সুদহার কমলে সুদবিহীন সম্পদ হিসেবে পরিচিত সোনার চাহিদা বাড়ে।
স্তাউনোভো আরও বলেন, আগামী বছরও একাধিকবার সুদহার কমতে পারে বলে আমরা আশা করছি। এতে আগামী বছর সোনার দাম আউন্সপ্রতি ৪৫০০ ডলারে পৌঁছাতে পারে।
একই দিনে রুপার দাম ০.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৮.৪৩ ডলার হয়েছে। শুক্রবার রুপা ৫৯.৩২ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।
স্তাউনোভো বলেন, সোনার মতোই একই কারণে রুপার দাম বাড়ছে। পাশাপাশি মুদ্রানীতি ও রাজস্ব প্রণোদনার ফলে শিল্প খাতে চাহিদা বাড়বে—এমন প্রত্যাশায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুপা সোনার চেয়েও ভালো পারফরম্যান্স দেখিয়েছে।
চলতি বছরে রুপার দাম প্রায় দ্বিগুণ হয়েছে। সরবরাহ ঘাটতি এবং যুক্তরাষ্ট্রে একে গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি দাম বাড়াতে সহায়ক হয়েছে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে প্লাটিনামের দাম ০.৬ শতাংশ বেড়ে ১৬৫০.৯০ ডলার, আর প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১৪৭১.২৬ ডলার হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক