২৪ দিনে প্রবাসীরা পাঠালেন ২৮ হাজার ৬৫৭ কোটি টাকা
চলতি নভেম্বরের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২৮ হাজার ৬৫৭ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল সোমবার (২৪ নভেম্বর) ৯৫১ কোটি ৬০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের নভেম্বরের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় এসেছিল ১৮৩ কোটি ৭০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৭ দশমিক ৯০ শতাংশ।
এদিকে চলতি বছরের ১ জুলাই থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ২৪৯,কোটি ৮০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২৪ নভেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল এক হাজার ৭৭ কোটি ৪০ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক