১৫ দিনে প্রবাসীরা পাঠালেন ১৮ হাজার ৫৮০ কোটি টাকা
চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১৮ হাজার ৫৮০ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
আজ রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের নভেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১২৩ কোটি ৭০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ১০ শতাংশ।
এদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ১৬৭ কোটি ২০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল এক হাজার ১৭ কোটি ৫০ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক