তৈরি পোশাক রপ্তানিতে নগদ সহায়তা
সাব-কন্ট্রাক্টিং প্রক্রিয়ায় উৎপাদিত তৈরি পোশাক ও বস্ত্রজাত পণ্য রপ্তানিতে নগদ সহায়তা (প্রণোদনা) পাওয়া যাবে। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এই সুবিধা পাবে। গতকাল বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এবিষয়ে সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়, যেসব প্রতিষ্ঠানের নিজস্ব সচল কারখানা রয়েছে, তারা সাব-কন্ট্রাক্টের মাধ্যমে তৈরি করা পোশাক বা বস্ত্রজাত পণ্য রপ্তানি করলে নিট এফওবি মূল্যের ওপর রপ্তানি প্রণোদনা পাবে। তবে উৎপাদনে সরাসরি যুক্ত নয়– এমন ট্রেডার প্রতিষ্ঠান বা কোম্পানি এ সুবিধা পাবে না। এক্ষেত্রে তৈরি পোশাক শিল্পে সাব-কন্ট্রাক্টিং গাইডলাইন-২০১৯ এবং ওয়্যারহাউস পদ্ধতির আওতায় রপ্তানিমুখী পোশাক শিল্পের বিধিমালা-২০২৪ মেনে চলতে হবে।

নিজস্ব প্রতিবেদক