এসিআই গোদরেজ এগ্রোভেটকে ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক
এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডকে অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে প্রতিষ্ঠানটির পেমেন্ট অপারেশন্স ও পরিচালন কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।
এই কৌশলগত চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের স্মার্ট ও ঝামেলাহীন রিসিভেবল ম্যানেজমেন্ট সল্যুশনের মাধ্যমে এসিআই গোদরেজের ডিলার কালেকশন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে, যা প্রতিষ্ঠানটির সময় ও খরচ সাশ্রয় করবে।
এসিআই গোদরেজ এগ্রোভেট এখন ব্র্যাক ব্যাংকের এপিআই-সক্ষম এজেন্ট ব্যাংকিং ও ভার্চুয়াল অ্যাকাউন্টস সল্যুশন ব্যবহার করতে পারবে। এই সিস্টেমের মাধ্যমে প্রতিষ্ঠানটির ৬,০০০-এরও বেশি ডিস্ট্রিবিউটর যুক্ত থাকবে, যারা রিয়েল-টাইম কালেকশন, স্বয়ংক্রিয় রিকনসিলিয়েশন ও প্রতিষ্ঠানটির ইআরপি সিস্টেমের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুবিধা পাবেন।
ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি, এফআই অ্যান্ড কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল এবং এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মো. মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, ঢাকা রিজিওনাল করপোরেটের এরিয়া হেড এস এম মুসা এবং ব্যাংকটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই চুক্তিটি ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবার মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম আরও আধুনিক, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করে তোলার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

নিজস্ব প্রতিবেদক