বিদেশে ৩ হাজার ডলার পাঠাতে পারবে এসএমই উদ্যোক্তারা
বিদেশি লেনদেন ও ব্যবসার খরচ সহজ করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বছরে সর্বোচ্চ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের (এসএমই) উদ্যোক্তারা তিন হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠাতে পারবে। গতকাল রোববার (৫ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক এক নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে।
নির্দেশনা মতে, এসএমই খাতের ব্যয়ের জন্য রেমিট্যান্স ব্যাংক চ্যানেল বা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাঠানো যাবে। তবে শর্ত হলো— সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই এসএমই ফাউন্ডেশনে নিবন্ধিত হতে হবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে এসএমই কার্ড নামে একটি রিফিলযোগ্য আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান চাইলে তাদের মনোনীত কর্মকর্তার নামে এই কার্ড নিতে পারবে। প্রাথমিকভাবে এই কার্ডে সর্বোচ্চ ৬০০ ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে। যা অনলাইনে চলতি প্রকৃতির ব্যাবসায়িক খরচ পরিশোধে ব্যবহার করা যাবে। তবে ব্যাংক চ্যানেল ও কার্ড— দুই মাধ্যমে মিলিয়ে বার্ষিক মোট প্রেরণ সীমা তিন হাজার মার্কিন ডলারের বেশি হতে পারবে না।

নিজস্ব প্রতিবেদক