দাম বাড়ছে যেসব পণ্যের
 
গত বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশে ভিন্ন বাস্তবতায় সংসদের বাইরে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট পেশ হচ্ছে। এটি হবে দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।
এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে প্রাধান্য দিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন ব্যয়সহ সরকারি ব্যয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় আসন্ন বাজেটের আকার কমেছে।
আজ সোমবার (২ জুন) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এবারের বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে
ভ্যাট বৃদ্ধি করায় যেসব পণ্যের দাম বাড়তে পারে সেগুলো হলো- রড ও স্টিল, এসি-ফ্রিজ, মোটরসাইকেল ও সাইকেলের যন্ত্রাংশ, সিগারেট, দেশীয় মোবাইল ফোন, ব্যাটারিচালিত রিকশার যন্ত্রাংশ, কসমেটিক্স পণ্য, ওয়ান টাইম প্লাস্টিক, ব্লেড, টেবিলওয়্যার, দেশে তৈরি সুতা, হেলিকপ্টার, বিদেশি চকলেট, বিদেশি খেলনা, মার্বেল-গ্রানাইট।
এ ছাড়া শুল্ক-কর বৃদ্ধিতে দাম বাড়ার আশঙ্কা আছে- তারকাঁটা, সব ধরনের স্ক্রু, নাট-বোল্ট, ইলেকট্রিক লাইন হার্ডওয়্যার, পোল ফিটিংস, তামাক বীজ ও দরজার তালা ইত্যাদি।

 
                   নিজস্ব প্রতিবেদক
                                                  নিজস্ব প্রতিবেদক
               
 
 
 
