মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এর ফলে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও কর্মজীবীরা।
আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত শ্রীপুর উপজেলার পুরান বাজার এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। প্রায় ২০০ থেকে ২৫০ জন অটোরিকশা চালক একত্রিত হয়ে মহাসড়কে অবস্থান নেন। তাদের মূল দাবি ছিল- মহাসড়কে অটোরিকশা চলাচলের বৈধ অনুমতি প্রদান এবং পুলিশি হয়রানি বন্ধ করা।
এদিকে, অবরোধের কারণে ঢাকা ও ময়মনসিংহগামী কয়েক শ যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় অপেক্ষা করে কোনো সমাধান না পেয়ে অনেক শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে আলোচনা শুরু করে।
শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, সকালে হাইওয়ে পুলিশের টহল গাড়ি দেখে এক অটোরিকশা চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার অটোরিকশাটি উল্টে গিয়ে তিনি সামান্য আঘাত পান। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় চালকরা পুলিশের ওপর চড়াও হন এবং লাঠিসোটা নিয়ে মহাসড়ক অবরোধ করেন।
তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ। সরকার অনুমতি না দেওয়া পর্যন্ত মহাসড়কে কোনো প্রকার অটোরিকশা চলতে দেওয়া হবে না। আমরা চালকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি এবং সকাল ৯টার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)