সাংবাদিকরা না থাকলে সোশ্যাল মিডিয়া ১২টা বাজিয়ে দিত : সিইসি
পোস্টাল ব্যালটের বিষয়ে কথা বলতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অ্যাপ্রিশিয়েট করতে হবে আমাদের সবাইকে। একটা ইনিশিয়েটিভ নিয়েছি যেটা কোনোদিন চেষ্টা করা হয় নাই। কেউ এই রিস্ক নেয় নাই।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পোস্টাল ব্যালট অ্যাপের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফিং অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসির উদ্দিন বলেন, আমাদের প্রধান উপদেষ্টা যখন ঘোষণা দিলেন আমরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই রিস্কটা নিয়েছি। এর মধ্যে বহু ঝামেলা আসবে, বহু চ্যালেঞ্জ আসবে এবং আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়ছি। আমরা শপথ নিয়েছি কমিটমেন্ট বাস্তবায়ন করবই এনিহাউ এবং এই বাস্তবায়ন করার প্রক্রিয়ার শুরু থেকে এ পর্যন্ত আপনাদের (সাংবাদিক) সহযোগিতা আমরা পেয়েছি। আপনাদের সহযোগিতা না পেলে আমরা এতটুকু আসতে পারতাম না। সোশ্যাল মিডিয়াতে আমাদের বিরুদ্ধে ১২টা বাজিয়ে দিত, আমাদের এই ইনিশিয়েটিভ।
সিইসি বলেন, আপনারা আছেন বলেই আপনাদের কাছ থেকে মানুষ সঠিক তথ্যটা পায়। আমরা এই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি। যে কোনো একটা নতুন উদ্যোগে কিছু হয়তোবা ভুল ত্রুটি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি ভুল হয়েছে বলব না, অনেক সময় আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে গেলে কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেলে দেখবেন, এখানে আসলে অন্য কোনো মোটিভ কাজ করে নাই।
সিইসি আরও বলেন, আমি মাঝে মধ্যে আমাদের কলিগদেরকে বলি, হয়তোবা একদিন বাংলাদেশে এই পোস্টাল ভোট যদি সাকসেসফুলি করতে পারি, এটার জন্য হয়তো দেখবেন যে সারা দুনিয়াতে বাংলাদেশের নামটা উজ্জ্বল হয়ে থাকবে। আমার সঙ্গে যখন দেখা করতে আসে, আমাকে বলে যে আপনারা যদি এটা করতে পারেন এটা ওয়ার্ল্ড হিস্ট্রিতে রাখা হয়ে যাবে বাংলাদেশের নাম।

নিজস্ব প্রতিবেদক