ডিএনসিসির বাড়িভাড়া নির্দেশিকা প্রকাশ আগামীকাল
ডিএনসিসির লোগো
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের অধিকার ও স্বার্থ রক্ষায় একটি নতুন ‘বাড়িভাড়া নির্দেশিকা’ প্রস্তুত করা হয়েছে। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ এর আলোকে প্রস্তুতকৃত এই নির্দেশিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ডিএনসিসি।
আজ সোমবার (১৯ জানুয়ারি) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন এ তথ্য জানান।
জোবায়ের হোসেন জানায়, আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর গুলশান-২ এ অবস্থিত নগর ভবনের লেভেল-৬ এ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে নির্দেশিকাটি উপস্থাপন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় নির্দেশিকার বিভিন্ন দিক বিস্তারিত তুলে ধরা হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)