রাতে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন, যোগ দেবে ইসলামী আন্দোলনও
জোটের ইস্যুতে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আটটায় আনুষ্ঠানিক ঘোষণা হবে। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলই থাকবে।
আজ রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
মামুনুল হক বলেন, আজ ১১ দলের বৈঠক ছিল। আজকের এই বৈঠকটা তাড়াহুড়োর মধ্যে আয়োজন করা হয়েছে। তাই সবাই সময়মতো বৈঠকে উপস্থিত হতে পারেনি। তবে বৈঠকের মধ্যে আমাদের ইসলামী আন্দোলনের সঙ্গে কথা হয়েছে। আশা করছি আমরা এক সঙ্গে রাত ৮টায় প্রেস কনফারেন্স করব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে।
মামুনুল হক আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে আমাদের প্রত্যাশা এক সঙ্গে যেভাবে শুরু করছিলাম, এক সঙ্গেই সামনে অগ্রসর হতে পারব।
১১ দলীয় জোটের আসন সমঝোতার বিষয়ে তিনি বলেন, অফিসিয়ালি এখনও বিষয়গুলো চূড়ান্ত হয়নি। রাতে প্রেস কনফারেন্সে আছে সেখানেই ঘোষণা করব। ইসলামী আন্দোলনকে নিয়েই করব।জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমাদের মধ্যে কিছুটা মতভিন্নতা হচ্ছে। তবে এটা ঝামেলা না। বাকি কথা রাতে বলব।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের জায়গা থেকে আমরা আশাবাদী ইসলামী আন্দোলনকে নিয়ে। আমরা সময় নিচ্ছি যাতে জোটটা অটুট থাকে। এই জোট শুধু আসন সমঝোতার জোট হলেও রাজনৈতিক গুরুত্ব আছে। আমরা দুর্নীতিবিরোধী ও সংস্কারের পক্ষে কাজ করতে চাই। তাই আমরা সময় নিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে যেহেতু জোট প্রক্রিয়াটা হয়েছে, তাই একটু মতভিন্নতা থাকবে। আশা করি আমরা এগিয়ে যাব।
নাহিদ বলেন, সারা দেশে ৩০০ আসনে জোটের প্রার্থী হবে, কোনো দলের প্রার্থী হবে না। তাই সবাই সবাইকে সহযোগিতা করবে। যেহেতু জোট করা হচ্ছে তাই অবশ্যই সহযোগিতা করবে।

নিজস্ব প্রতিবেদক