নতুন করে পোস্টাল ব্যালট ছাপানোর দাবি নজরুল ইসলাম খানের
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নতুন করে পোস্টাল ব্যালট পেপার ছাপানোর দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আজ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, প্রবাসীদর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এই ব্যালট পেপার এমনভাবে ছাপানো হয়েছে, যেখানে প্রথম সারিতে দাড়িপাল্লা, শাপলা কলি ও হাতপাখা থাকলেও বিএনপির প্রতীক ধানের শীষ রাখা হয়েছে একেবারে নিচের সারিতে। ব্যালটের প্রথম সারিতে তিনটি বিশেষ দলের প্রতীক রাখার বিষয়টি দৈব ঘটনা নয়। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাখা হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, একটা গবেষণা আছে—ব্যালট পেপারে প্রতীক অবস্থানের কারণে ১ থেকে ১০ শতাংশ ভোটের ব্যবধান হতে পারে। ত্রুটিগত কারণে ভোটের ব্যালট পেপারে পরিবর্তন এনে নতুন করে ছাপানোর ঘটনা নতুন কিছু নয়। তাই আমরা নির্বাচন কমিশনকে বলেছি, এখনও যথেষ্ট সময় আছে, দেশের ভেতরে এখনও পোস্টাল ব্যালট পেপার বিলি হয়নি। তাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নতুন করে ব্যালট পেপার ছাপানো হোক।
নজরুল ইসলাম খান আরও বলেন, ওমানে হুমায়ন কবীর নামে এক জামায়াত কর্মীর বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালট পেপার থাকার ভিডিও ভাইরাল হয়েছে। অন্যান্য দেশেও এই বেআইনি কাজ করা হচ্ছে বলে ধারণা করছি। এসব ঘটনা উদ্বেগজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই। অন্যথায়, পোস্টাল ব্যালটের মাধ্যমে পুরো ভোটের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। আমরা চাই, এবারের ভোটে জনগণের আস্থা থাকুক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সম্বনয়ক ইসমাঈল জবিউল্লাহ, সদস্য মোর্শেদ হাসান খান, ড. মাহদী আমিন, ব্যারিস্টার নাসির উদ্দিন অসিম, আনোয়ার হোসেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ অন্যান্যরা।

নিজস্ব প্রতিবেদক