বিএনপিপ্রার্থী মনিরুল হকের বছরে আয় ৭৪ লাখ টাকা
কুমিল্লা-৬ আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র পেয়েছেন মনিরুল হক চৌধুরী। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি নির্বাচন কমিশনে হলফনামা দাখিল করেছেন। হলফনামায় তার বিরুদ্ধে সাতটি মামলার কথা উল্লেখ করেছেন। এরমধ্যে চার মামলায় খালাস, দুই মামলা চলমান এবং একটি মামলা হাইকোর্টে স্থগিত রয়েছে।
হলফনামায় মনিরুল হক চৌধুরী পেশা ব্যবসা উল্লেখ করেছেন। তিনি বছরে কৃষিখাত থেকে ১ লাখ ৬০ হাজার টাকা, বাড়ি ভাড়া থেকে ২ লাখ ৪০ হাজার টাকা, ব্যবসা থেকে ১৫ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ার থেকে ৮ হাজার ৭১২ টাকা আয় করেন। এ ছাড়া তিনি অন্যান্য উৎস থেকে ৫৫ লাখ টাকা আয় করেছেন বলে হলফনামা জানিয়েছেন।
হলফনামা অনুযায়ী, মনিরুল হক চৌধুরীর নগদ অর্থ রয়েছে ১০ লাখ টাকা। তিনি ব্যাংকে আমানত হিসেবে ২৪ লাখ ৩৭ হাজার ২৭ টাকা দেখিয়েছেন। এ ছাড়া তার ব্যাংক হিসাবে রয়েছে ৭৫ লাখ ৭০ হাজার ৩০৮ টাকা।
মনিরুল হক চৌধুরী তার ব্যবসার মূলধন দেখিয়েছেন ৪৬ লাখ ৯০ হাজার ৯৪৬ টাকা। তিনি একটি গাড়ির তথ্য দিয়েছেন, যেটির মূল্য ৬৮ লাখ ৫৫ হাজার ৫৬০ টাকা। তার ৪০ হাজার টাকার স্বর্ণ রয়েছে। এ ছাড়া একটি ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের আগ্নেয়াস্ত্র রয়েছে।
হলফনামা মনিরুল হক চৌধুরী ১ কোটি ১১ লাখ ৩৮৮ টাকার জমির তথ্য দিয়েছেন। তিনি একটি ক্রেডিট কার্ডের তথ্য দিয়েছেন, যেটাতে ১১ লাখ ৭ হাজার ৯৭৩ টাকার দায় দেখিয়েছেন।
১৯৮৮ ও ১৯৯১ সালে কুমিল্লা-৯ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচন করেছেন মনিরুল হক চৌধুরী। ২০০১ সালে একই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করেন তিনি। ২০২৫-২৬ সালে তিনি ৭৪ লাখ ১৮ হাজার ৭১২ টাকা আয়কর দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক