টানা পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, স্থবির জনজীবন
হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। টানা পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবং গত আট দিন ধরে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে। গতকাল সোমবার (১২ জানুয়ারি) তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি, রোববার (১১ জানুয়ারি) ৭ দশমিক ৩ ডিগ্রি, শনিবার (১০ জানুয়ারি) ৮ দশমিক ৩ ডিগ্রি, শুক্রবার (৯ জানুয়ারি) ৬ দশমিক ৮ ডিগ্রি, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ৯ দশমিক ২ ডিগ্রি, বুধবার (৭ জানুয়ারি) ৭ দশমিক ৫ ডিগ্রি এবং গত মঙ্গলবার (৬ জানুয়ারি) ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যদিও দিনের বেলা সূর্য উঠলে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি পর্যন্ত পৌঁছাচ্ছে, তবে রাতের কনকনে ঠান্ডা কমছে না।
রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে জেলাজুড়ে ঘন কুয়াশার চাদর বিছিয়ে যাচ্ছে। এতে সড়ক ও মহাসড়কে দৃষ্টিসীমা কমে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দিনের বেলা কুয়াশা কেটে সূর্যের দেখা মিললে সাময়িক স্বস্তি ফিরলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা রয়েই যাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের এই প্রকোপ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)