কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে মো. বজলুর রহমান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছে। জুবায়ের পেশায় একজন অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে পারিবারিক কোনো বিষয় নিয়ে বাবা বজলুর রহমানের সাথে ছেলে জুবায়েরের কথা কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে জুবায়ের উত্তেজিত হয়ে নিজের বাবার পেটে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো সম্ভব হয়নি।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘাতক ছেলেকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ