বাসা থেকে হেঁটে অফিসে গেলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ বাসা থেকে অফিসে গেলেন হেঁটে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে হেঁটে তিনি গুলশান ২ নম্বরের ৮৬ নম্বরে রোডে চেয়ারপারসনের কার্যালয়ে যান।
বিষয়টি বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেল পৌনে ৪টায় বাসা থেকে রওনা হন। হেঁটে বিকেল ৪টা ৪ মিনিটে অফিসে পৌঁছেন।
কঠোর নিরাপত্তার মধ্যে কালো স্যুট পরিহিত তারেক রহমান চেয়ারপারসন কার্যালয়ে পৌঁছেন। ওই সময় তার সঙ্গে ছিলেন আতিকুর রহমান রুমন এবং প্রধান নির্বাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম শামসুল ইসলাম। তাৎক্ষণিক যারা তারেক রহমানকে চিনতে পেরেছেন, তাদের অনেকেই হাত নেড়ে তাঁকে স্বাগত জানান।
দেড় দশকের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মা, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মত্যুতে শোকের মধ্যেও তিনি অফিস করছেন নিয়মিত।
বিদেশি রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রতিদিনই তাঁর বৈঠক হচ্ছে। পাশাপাশি সংসদ নির্বাচন সামনের রেখে সাংগঠনিক খোঁজ-খবরও রাখছেন, নেতাদের সঙ্গে করছেন বৈঠক।
আজ রাত ৯টায় গুলশানের ওই কার্যালয়েই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে। বৈঠকে তারেক রহমান সভাপতিত্ব করবেন।

নিজস্ব প্রতিবেদক