নির্বাচনি বার্তা নিয়ে দিনাজপুরে ‘ভোটের গাড়ি’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দিনাজপুর জেলা শহরে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভ্যান’ বহরের এই গাড়িটি আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের বড় মাঠে পৌঁছে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভ্রাম্যমাণ এই গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার ও গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের বার্তা প্রচার করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মো. ফাওজুল কবির খান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচনের সাথে একই সময়ে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে, যা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। জনগণকে সচেতন করতেই সরকার এই ‘ভোটের গাড়ি’ কার্যক্রম চালু করেছে।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুল জলিল। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিনভর এই আয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যভিত্তিক ভিডিওচিত্র প্রদর্শন এবং চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষায় নির্বাচনি গান পরিবেশন করা হয়। ব্যতিক্রমী এই প্রচারণা ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)