পাইপলাইনের ওপর ‘ঘর তুলে’ সরকারি তেল চুরি
চট্টগ্রামের মীরসরাই উপজেলার হাদি ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পাইপলাইন কেটে তেল চুরির ঘটনা উদ্ঘাটিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় প্রশাসন, বিপিসি কর্মকর্তা ও মীরসরাই মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিপুল পরিমাণ ডিজেল ও তেল চুরির সরঞ্জাম উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাদি ফকিরহাট এলাকায় স্থানীয় নুরুল আফসারের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে খুলনার জনৈক আমিরুল একটি টিনশেড ঘর নির্মাণ করেন। অভিযোগ উঠেছে, ওই ঘরের ভেতর দিয়ে যাওয়া বিপিসির পাইপলাইন কেটে দীর্ঘদিন ধরে ডিজেল চুরি করছিল একটি চক্র। আজ বৃহস্পতিবার সকালে তেল উত্তোলনের সময় পাইপলাইন থেকে তেলের অতি প্রবাহ (লিকেজ) শুরু হলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে ‘৯৯৯’ নম্বরে কল দেয়।
মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে তারা হাদি ফকিরহাট এলাকায় আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। তবে সেখানে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। পরিবর্তে দেখা যায়, একটি টিনশেড ঘর থেকে প্রচুর পরিমাণে ডিজেল প্রবাহিত হচ্ছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসন ও বিপিসি কর্মকর্তাদের জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পাইপলাইনটি মেরামত করা হয়।
মীরসরাই মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, চুরির ঘটনায় অভিযুক্ত আমিরুলকে জায়গা ভাড়া দেওয়া এক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এই চক্রটি কী পরিমাণ তেল চুরি করেছে এবং সরকারি পাইপলাইনের আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)