দেশে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি : আমির খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি কোন অন্যায়ের কাছে কোনদিন আপস করেননি। এ কারণে দেশে আজ সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর ৩০ নম্বর মাদারবাড়ি ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য আয়োজিত মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু এসব কথা বলেন।
আমির খসরু বলেন, গণতন্ত্রের যে মশাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়াকে দিয়েছেন, খালেদা জিয়া সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন। গণতন্ত্রের সেই মশাল হাতে নিয়ে তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। আমরাও তাঁর সঙ্গে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছে সমগ্র দেশ। বাংলাদেশে এর কোনো বিকল্প আর নেই।
ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল ইসলাম বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, শওকত আজম খাজাসহ অনেকে।
শেষে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম