নৌ পুলিশের সপ্তাহব্যাপী অভিযানে গ্রেপ্তার ২৮৫
দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী পরিচালিত সাত দিনব্যাপী বিশেষ অভিযানে ২৮৫ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও নিষিদ্ধ সরঞ্জাম জব্দের পাশাপাশি অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সাত দিনে নৌ পুলিশের বিভিন্ন ইউনিট দেশের নদী ও উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে মোট ৪ কোটি ৫৬ লাখ ২৪ হাজার ৪৬৫ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ জাল জব্দ করেছে। এছাড়া ৩ হাজার ৯১৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ, ৫০ হাজার পিস বাটা মাছের পোনা ও ১ হাজার ১২০ কেজি বিষাক্ত জেলীযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় নদী থেকে ৪৫৬টি মাছ ধরার কৃত্রিম ঝোপঝাড় ধ্বংস করেছে পুলিশ।
সাত দিনব্যাপী এই অভিযানে গ্রেপ্তার ২৮৫ জনের বিরুদ্ধে মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৫৩টি মৎস্য আইন, ১০টি বেপরোয়া গতি, ৬টি অপমৃত্যু, ২টি মাদক এবং অন্যান্য ধারায় মামলা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া অভিযান চলাকালে নদী থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ৮৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দাখিল এবং ৬টি ড্রেজার জব্দ করা হয়েছে।
নৌ পুলিশ জানায়, জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত বাটা মাছের পোনা সংশ্লিষ্ট নদ-নদীতে অবমুক্ত করা হয়েছে এবং ভোজ্য মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথে চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এই ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক