জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হলেন মিজানুর রহমান
জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক করা হয়েছে কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. মিজানুর রহমান খোকনকে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক মাওলানা মো. জিয়াউর রহমান শারীরিকভাবে অসুস্থ হওয়ায় একই কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. মিজানুর রহমান খোকনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক এর দায়িত্ব প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন এ সিদ্ধান্ত গ্রহণ করেন। অচিরেই এ আদেশ কার্যকর হবে।

এনটিভি অনলাইন ডেস্ক