কুমিল্লার দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় বাসমালিক গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপা ও অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহতের ঘটনায় বাস মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ক্ষুদেবার্তায় পুলিশ জানায়, গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে ঢাকার সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। মামলা তদন্তে বাসটির ফিটনেস সনদের মেয়াদোত্তীর্ণ থাকা এবং অদক্ষ চালককে বাস চালানোর অনুমতি দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় বরিশালের বাবুগঞ্জের বাসমালিক ইউসুফ মাঝিকে (৫১) গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। সিডিএম পরিবহণের একটি যাত্রীবাহী বাস (রেজি : ঢাকা মেট্রো-ব-১১-১৮৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর সড়কে উল্টে গিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
দুর্ঘটনার পরপরই বাস ও মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা আরোহী বাবা ছেলে এবং বাসের ভেতরে থাকা এক নারী ও শিশু দুই যাত্রী অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান।
এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় সড়ক পরিবহণ আইনে মামলা করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার জন্য দায়ী অন্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা