নাচোলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাড়কাঁপানো শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার। সোমবার (৫ জানুয়ারি) রাতে তিনি কসবা ইউনিয়নের খান্দুরা গ্রামে ক্ষতিগ্রস্ত মোকলেসুর রহমান মুকুর বাড়িতে গিয়ে মানবিক সহায়তা প্রদান করেন।
সম্প্রতি খান্দুরা গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে মোকলেসুর রহমানের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরবাড়ি হারিয়ে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিল। বিষয়টি জানতে পেরে সোমবার রাতে তীব্র শীতের মধ্যেই শুকনো খাবার ও কম্বল নিয়ে হাজির হন ইউএনও। মাঝরাতে হঠাৎ ইউএনও-কে নিজ আঙিনায় দেখে আবেগআপ্লুত হয়ে পড়েন মোকলেসুর রহমান।
এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার বলেন, অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে পেরে নিজের কাছেও ভালো লাগছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করছি। ইনশাআল্লাহ, উপজেলার প্রতিটি অসহায় পরিবারের কল্যাণে আমাদের এই সহযোগিতার হাত প্রসারিত থাকবে।
সহায়তা প্রদানের সময় নাচোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দুলাল হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)