জামালপুরে ২৬ জনের মনোনয়নপত্র বৈধ, ১৯ জনের বাতিল
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৫ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১৯ জনের বাতিল করা হয়েছে।
আজ রোববার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী এ তথ্য জানিয়েছেন।
আজ দ্বিতীয় দিনে দুটি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুটি আসনে ২১ প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বাতিল এবং ১৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
যাচাই-বাছাইয়ে জামালপুর-৪ (সরিষাবড়ি) আসনে বিএনপির প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদার, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদের ইকবাল হোসেন, নাগরিক ঐক্যের কবির হাসান, ইসলামী আন্দোলনের আলী আকবর, স্বতন্ত্র মেহেরজান আরা তালুকদারের প্রার্থিতা বৈধ এবং জাতীয় পার্টির মোহা. মামুনুর রশিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. মাহবুব জামান জুয়েল, জাতীয় পার্টির আবুল কালাম আজাদের প্রর্থিতা বাতিল করা হয়।
অপরদিকে দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করায় জামায়াতের আব্দুল আওয়ালের জামালপুর-৫ (সদর) আসনের প্রার্থিতা বাতিল করে জামালপুর-৪ (সরিষাবড়ি) আসনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম, ইসলামী আন্দোলনের সৈয়দ ইউনুছ আহাম্মদ, জাতীয় পার্টির বাবর আলী খান, জামায়াতের মুহাম্মদ আব্দুল সাত্তার, এবি পার্টির মুহাম্মদ ছানোয়ার হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের আমির উদ্দিন, গণঅধিকার পরিষদের জাকির হোসেসের প্রার্থিতা বৈধ এবং জাতীয় পার্টির মো. জাকির হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শেখ মো. আক্কাছ আলী, স্বতন্ত্র মাসুদ ইব্রাহীম, হোছনেয়ারা বেগমের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।
এর আগে গতকার শনিবার জামালপুর-১, ২ ও ৩ আসনে ২৪ জনের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

আসমাউল আসিফ, জামালপুর