ঢাকা-২
জামায়াতের আব্দুল হকের মনোনয়ন বাতিল, আমানসহ দুজনের বৈধ
ঋণ খেলাপি হওয়ায় ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন।
মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সভায় আব্দুল হকের উদ্দেশে রেজাউল করিম বলেন, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্ট অনুযায়ী, ঋণ খেলাপি করেছেন আপনি। আপনার এই ইস্যুগুলো থাকলে সিআইবি থেকে আপডেট করা উচিত ছিল।
রেজাউল করিম বলেন, আপনি অফিসিয়ালি ঋণ খেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত। আপনার মনোনয়নপত্র এই মুহূর্তে গ্রহণ করার সুযোগ আমাদের নেই। তবে আপনার আপিল করার সুযোগ আছে।
রিটার্নিং কর্মকর্তা রেজাউল আরও বলেন, আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন টেন বি ফর্ম জমা দেওয়া হয়নি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও দেননি। এছাড়াও আপনি প্রস্তাবকারী ও সমর্থনকারীদের তথ্য দেননি।
ঢাকা-২ আসনে তিনজন মনোনয়নপত্র দাখিল করেন। আব্দুল হক ছাড়া বাকি দুজন হলেন- বিএনপির আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম। এ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বিএনপির আমানউল্লাহ আমানের উদ্দেশে রিটার্নিং কর্মকর্তা রেজাউল হক বলেন, শুরুতে আপনার বিরুদ্ধে মামলার তথ্য সম্পর্কিত কাগজপত্রে ঘাটতি ছিল, এখন পুরোটাই আমরা মিলিয়ে নিতে পেরেছি। একটা মামলায় পুলিশের রিপোর্ট ছিল, কিন্তু মামলার আদেশটি বাতিল হয়েছিল কি না, এটা ছিল না।
আরও পড়ুন : শেষ মুহূর্তে ঢাকা-২ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন
রেজাউল করিম বলেন, এখন আমাদের হাতে এসেছে। আপনার মামলা সম্পর্কিত জটিলতা কেটেছে। আপনার মনোনয়ন বৈধ হিসেবে গ্রহণ করা হলো।
এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। পরদিন থেকে বাছাই শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
মনোনয়নপত্র বাতিল হলে নিয়ম অনুযায়ী আপিলের সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা। বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল দাখিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর কমিশনের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ঢাকা-২ আসনে ভোটার সংখ্যা চার লাখ ১৯ হাজার ২১৫ জন। ইসির নির্দেশনা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার প্রতি একজন প্রার্থী সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক