বিপ্লব কুমার ও স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
দুর্নীতির অভিযোগ থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব এবং পুঁজিবাজারে তাদের দুটি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর।
দুদকের পক্ষে সহকারী পরিচালক রাসেল রনি এসব ব্যাংক হিসাব ও বিও হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
আবেদনে বলা হয়, বিপ্লব কুমার সরকার ও তার স্বার্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। বিপ্লব কুমার সরকার ও হোসনেয়ারা বেগমের নামে থাকা ব্যাংক ও বিও হিসাব থেকে অর্থ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা চলছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা দরকার।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণয় কুমার সরকার ও হোসনেয়ারার বোন শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

নিজস্ব প্রতিবেদক