মায়ের পাশে দোয়ারত তারেক রহমান
একদিকে রাজনৈতিক অভিভাবক, অন্যদিকে গর্ভধারিণী মা— খালেদা জিয়ার নিথর দেহের পাশে শোকাতুর সন্তানের প্রতিচ্ছবি হয়ে ধরা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ বের করার পর তা সরাসরি নিয়ে আসা হয় তারেক রহমানের গুলশানের বাসভবনে। সেখানে মায়ের নিথর দেহের পাশে বসে গভীর মগ্নতায় তাঁকে দোয়া পাঠ করতে দেখা যায়।
আরও পড়ুন : আপসহীন নক্ষত্রের বিদায়
মায়ের অন্তিম যাত্রার আগে বাসভবনের এক কোণে বসে তারেক রহমানকে অত্যন্ত বিনম্র চিত্তে ‘পাঞ্জেগানা অজিফা’ (দোয়ার বই) পাঠ করতে দেখা গেছে। চোখে চশমা, পরনে সাদা শার্ট ও কালো ব্লেজার— দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে মায়ের সেবা করার খুব বেশি সুযোগ না পেলেও শেষ বিদায়ে তাঁর সান্নিধ্যে রয়েছেন তিনি।
তারেক রহমানের বাসভবনের সামনেই বেগম খালেদা জিয়াকে বহনকারী জাতীয় পতাকায় মোড়ানো গাড়িটি রাখা হলেছে। পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, পুত্রবধূ, নাতনিরা ও দলীয় সিনিয়র নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন। বাড়ির সামনে রাস্তায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
আরও পড়ুন : মায়ের পায়ের কাছে সারারাত বসেছিলেন তারেক রহমান
পারিবারিক এই শোকাবহ পরিবেশ শেষে বেগম জিয়ার মরদেহবাহী গাড়িটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশে রওনা হবে। দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা সম্পন্ন হওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ নিয়ে যাওয়া হবে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে। সেখানেই স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া।
উল্লেখ্য, গতকাল ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এনটিভি অনলাইন ডেস্ক