শেষবারের মতো ছেলের বাসায় খালেদা জিয়া
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ ছেলে তারেক রহমানের গুলশানের বাসায় এসে পৌঁছেছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে প্রিয় নেত্রীর মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি বাসভবনের ফটক দিয়ে ভেতরে প্রবেশ করার সময় সেখানে উপস্থিত স্বজন ও নেতাকর্মীদের মাঝে শোকের এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।
মরদেহ বাসভবনে পৌঁছানোর পর সেখানে প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে ভিড় করেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। দীর্ঘ রোগভোগের পর যে ফিরোজা থেকে তিনি বারবার হাসপাতালে গেছেন, আজ সেখানেই ফিরলেন প্রাণহীন নিথর দেহে। স্বজনদের আহাজারি আর নেতাকর্মীদের শোকাতুর উপস্থিতিতে পুরো এলাকা স্তব্ধ হয়ে আছে।
সকালে বিএনপি ফেসবুক পেজ থেকে ভিডিও পোস্ট করে ফিরোজায় মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে বলা হয়, প্রথমে মরদেহ বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হবে। পরে গুলশানস্থ বাসভবন থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজায় নেওয়া হবে। এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জিয়া উদ্যানে নেওয়া হবে।
গুলশানের বাসভবন ফিরোজায় মরদেহ পৌঁছানোর পর সেখানে স্বজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর তাঁর জানাজা ও দাফন সংক্রান্ত পরবর্তী কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এনটিভি অনলাইন ডেস্ক