খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দেশজুড়ে কোরআন খতম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে গভীর শোক ও শ্রদ্ধা জানাতে কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি পালিত হচ্ছে। তাঁর মৃত্যুতে সারা দেশেই বিরাজ করছে শোকাবহ পরিবেশ। আমাদের এনটিভি জেলা প্রতিনিধি ও এনটিভি অনলাইন প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
কুমিল্লায় কোরআন খতম ও শোকবইয়ে স্বাক্ষর
আবু সুফিয়ান, কুমিল্লা (সদর ও দক্ষিণ)
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানাতে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি। মহানগর বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে নগরীর ভিক্টোরিয়া কলেজ সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নেতাকর্মীরা আবেগঘন বক্তব্যে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য সংগ্রাম ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন।
দলীয় কার্যালয়ে রাখা শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের শোক ও সমবেদনা প্রকাশ করছেন। কর্মসূচিতে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার প্রতি তাদের ভালোবাসা, শ্রদ্ধা ও রাজনৈতিক অঙ্গীকারের প্রকাশ করেন।
মুন্সীগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল
মঈন উদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জেও। আজ দুপুর ১২টায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ। এর আগে জেলা বিএনপির কার্যালয়ে সকাল থেকে পবিত্র কোরআন খতম করেন বিভিন্ন মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীরা।
খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে কোরআন খতম করায় জেলা বিএনপি। কোরআন খতম কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
মো. মহিউদ্দিন বলেন, সারা বাংলাদেশের অভিভাবক আজ দুনিয়া থেকে চলে গেলেন। আমরা তার জন্য কোরআন খতম দিয়েছি। আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত ও মর্মাহত। সবার কাছে তিনি খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।
নেত্রকোনায় শোকের ছায়া, কুরআন খতম ও দোয়া
ভজন দাস, নেত্রকোনা
খালেদা জিয়ার মৃত্যুতে নেত্রকোনায় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। ছোটবাজারে বিএনপির জেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
আপসহীন এই নেত্রীর রুহের মাগফিরাত কামনায় দলীয় কার্যালয়ে বাদ জোহর কুরআন খতম ও দোয়া অনুষ্টিত হয়। দোয়াপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান, সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, আবদুল্লাহ আল মামুন খান রনি, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ জেলা বিএনপি, সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশের মানুষের কাছে দোয়া চান নেতাকর্মীরা।
পিরোজপুরে শোকের ছায়া, জেলা বিএনপির কোরআন খতম
রশিদ আল মোনান, পিরোজপুর
খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পিরোজপুরে। দলের চেয়ারপারসনকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা। শোক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যেও। খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা শহরের জেলা বিএনপির কার্যালয়ে আসতে শুরু করে।
বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রিয় নেত্রীর বিদায়ে তাদের চোখ অশ্রুসিক্ত দেখা যায়। এর আগে সকাল ৯টা থেকে কোরআন খতম করে মাদ্রাসার শিক্ষার্থীরা।

এনটিভি অনলাইন ডেস্ক