শোক বইয়ে স্বাক্ষর করেছেন ১৬ দেশের রাষ্ট্রদূতসহ প্রতিনিধিরা
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক বইয়ে স্বাক্ষর করেছেন ১৬টি দেশের রাষ্ট্রদূতসহ প্রতিনিধিরা। তবে প্রথম স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বিএনপির চেয়ারপারসন অফিসে শোক বই খোলা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টা থেকে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে; যা রাত ৯টা পর্যন্ত অব্যাহত থাকবে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, চীন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, ইরান, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফিলিস্তিন সহ ১৬টির অধিক দেশের প্রতিনিধিরা খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করে গেছেন। এটি চলমান রয়েছে। অন্যান্য দেশের প্রতিনিধিরাও আসছেন।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। এরপরে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে
দেশনেত্রীর প্রতি সম্মান ও শ্রদ্ধা অটুট রাখার জন্য সবাইকে শৃঙ্খলা রক্ষা এবং জানাজা দাফন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে সর্বাত্মকভাবে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সামনে থেকে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব এ কথা বলেন। এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে জরুরি বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির নেতারা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

নিজস্ব প্রতিবেদক