যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত ২০
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ছবি : এনটিভি
মাদারীপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা আনুমানিক ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতিতে আসা বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এম. আর. মুর্তজা, মাদারীপুর